শুরু হলো তিনদিনের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব
HnExpress অর্নব দেবনাথ, হলদিয়া : হলদিয়ায় শুরু হল তিনদিনের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব। উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার তিন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ এবং প্রফুল্ল রায়, প্রাক্তন সংসদ সদস্য লক্ষ্মণ শেঠ, প্রবীণ কবি প্রণব মুখোপাধ্যায়, হলদিয়া আইকেয়ারের সম্পাদক আশিষ লাহেরী প্রমুখ।
আপনজন পত্রিকার উদ্যোগে হলদিয়া মেরিন কলেজ প্রাঙ্গণে (নলেজ সিটি) এই উৎসবের আয়োজন করা হয়েছে। সদ্য প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের নামে উৎসবের মঞ্চ ও প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে।
সাহিত্যিক প্রফুল্ল রায় বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে নতুন প্রজন্মের বাঙালির মধ্যে অনীহা দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বললেন, লাইব্রেরি গুলো আজকাল বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুবই কষ্টের ব্যাপার। ইংরেজি অবশ্যই পড়বে, কিন্তু মাতৃভাষার প্রতি এত অনীহা কেন সবার? তামিলনাড়ুতে কয়েকবছর আগেও দেখেছি, তামিল ভাষায় লেখা শুধুমাত্র গল্পের বই বা ম্যাগাজিনের সার্কুলেশন মাসে ৬০-৭০ হাজার।
ওড়িশা বা মহারাষ্ট্রেও সাহিত্য পাঠ ও চর্চায় আগ্রহ রয়েছে, কিন্তু বাংলায় সেই আগ্রহ কমছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর ছোটবেলার স্মৃতিচারণা করে বলেন, দুষ্টুমির জন্য মা ঘুম পাড়ানোর সময় রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনাতেন, সেই থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি হয়।
বুদ্ধদেব গুহ বললেন, কবিতা ও সাহিত্যের জন্য ধারাবাহিকভাবে এতবড় আয়োজন পশ্চিমবঙ্গে কোথাও দেখিনি। বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের অনীহার সময়ে দুই বাংলা ও প্রবাসের এত বাংলা কবি সাহিত্যিক হলদিয়ায় কবিতার মহাযজ্ঞে সম্মীলিত হয়েছেন। এই সম্মেলনে প্রায় চারশো (৪০০) কবি ও সাহিত্যিক বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দান করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ৩০ জন কবি ও সাহিত্যিক এসেছেন, এদিন আমেরিকাতে থাকে এমন কিছু বাঙালী কবি ও সাহিত্যিকও এসেছেন।