October 11, 2024

শিশু আলয়ের অভিনব পন্থা বর্তমান সরকারের

0
Advertisements

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ভাতারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে শিশু আলয়। বর্তমানে গার্জেনরা বেসরকারি স্কুলের উপর ছেলে মেয়েদের পড়াশোনা করানোর ঝোঁক বেশি। তার কারণ বেসরকারি স্কুলে নানান পরিষেবা পাওয়া যায়। সেই কথা মাথায় রেখে বর্তমান সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় – জেলায়, ব্লকে – ব্লকে, তৈরি হয়েছে শিশু আলয়। অত্যাধুনিক ব্যবস্থা নেয়া হয়েছে এই সমস্ত স্কুলগুলিতে। আমাদের ক্যামেরায় উঠে এলো তারই ছবি।

ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামে বাসস্ট্যান্ডের কাছে রয়েছে শিশুর আলোয় স্কুল। এখানে রয়েছে ৯০ জন ছাত্র-ছাত্রী। স্কুলের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। রয়েছে গার্ডেন, রয়েছে খেলা করার নানান ধরনের সামগ্রী। স্কুলের দেয়ালে দেয়ালে রয়েছে নানান কবিতা, ছড়া ও কাটুনের ছবি। স্কুলে আসা এক গার্জেন বলেই ফেলল সকাল হলেই বাচ্চারা স্কুলে আসার জন্য গো ধরে তার কারণ স্কুলের তারা পড়াশোনার পাশাপাশি খেলা খেলাধুলার করতে পারে তাই স্কুলে আসার জন্য বায়না ধরে।

এই শিশু আলোয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা জানান, বর্তমান সরকারের এই ধরনের উদ্যোগে স্কুল ছুটের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। ছেলেরা পড়াশোনার পাশাপাশি নানান খেলাধুলার সামগ্রী থাকার জন্য স্কুলমুখী হয়েছে।

Advertisements

Leave a Reply