December 11, 2024

শিশুমিত্র পুরস্কার পেল নিউব্যারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল

0
Logolicious 20181205 133042
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নির্মল বিদ্যালয়ের পুরস্কারের পর এবার শিশুমিত্র পুরস্কারেও প্রথম স্থান অর্জন করল নিউব্যারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল ।পুরস্কারের আর্থিক মূল্য ২৫০০০ টাকা। বিদ্যালয় স্তরে পরিবেশ বান্ধব, শিশু বান্ধব, সুদৃশ্যকলা সমন্বিত হওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এটা একটা ক্রমিক ও ধারাবাহিক প্রক্রিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস এবং সকল শিক্ষক – শিক্ষিকা শিক্ষা কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার বিদ্যালয় এই পুরস্কার অর্জন করল। প্রধান শিক্ষক এই সম্মান ছাত্রদের উৎসর্গ করেন।

তিনি আরও বলেন,উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি সার্কেলের মধ্যে ৯১ পয়েন্ট পেয়ে আমাদের স্কুল শিশুমিত্র পুরস্কার লাভ করল।বিদ্যালয় গৃহে পানীয় জল, দ্বিপ্রাহরিক আহার সহ পড়ুয়াদের জন্য যেসকল সুযোগ সুবিধা থাকা দরকার, তার উপর বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হয়। একবছর ধরে এর জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। আজ জেলা সর্বশিক্ষা মিশন ফল ঘোষণার পর একথা জানা গিয়েছে। প্রসঙ্গতঃ উল্লেখ্য বিদ্যালয়ের এবছর বই মেলা শুরু হচ্ছে, ২৮ শে ডিসেম্বর থেকে, চলবে ৩ রা জানুয়ারি পর্যন্ত।

Advertisements

Leave a Reply