শিল্পমঞ্জুরি আর্ট স্কুলের ২০১৮ এর ৮তম বাৎসরিক অনুষ্ঠান
HnExpress সুমন দে, হাওড়া : লিলুয়া দেশপ্রিয় নগর, বার্মাকোলনীতে সম্প্রতি শিল্পমঞ্জুরি আর্ট স্কুলের ২০১৮ এর ৮তম বাৎসরিক অনুষ্ঠানের এই বছরের বিশেষ আকর্ষণ ছিল হস্তশিল্প মেলা। মোট ১৫ টা ভিন্ন ভিন্ন ধরনের হাতের কাজের স্টল বসে ছিল এই মেলায় শনিবার থেকে শুরু হয় ওই মেলা।রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে ছিল অনুষ্ঠানের কর্মসূচি। এরপর চলে বিশিষ্ট ব্যাক্তিদের কে সম্বর্ধনা দেবার পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভট্টনগর কুলকামিনি বিদ্যালয়ের বাংলার শিক্ষক রবীন্দ্রনাথ কর্মকার, হিউম্যান রাইটস থেকে ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট সঞ্জয় দাশগুপ্ত, এবং ডান্স ইন্ডিয়া চ্যাম্পিয়ান আলোক সাও, বাঙালা শর্টফিল্ম এর পরিচালক রিজু রায় ,ও আর্ট স্কুলের কর্ণধার শুভ আইচ মহাশয় ও অনন্য ব্যাক্তিরা।সব মিলিয়ে এলাকাবাসীর কাছে এটা একটি আনন্দের উৎসব। এবং লিলুয়ার বুকে এই ধরনের উদ্যোগ এই প্রথমবার। তাই ভীষণ খুশি এলাকাবাসী।