শিলিগুড়ির বাবুজোত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলো একটি ১২ চাকার ট্রাক
HnExpress নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ঃ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উলটে গেল একটি ১২ চাকার ট্রাক। আর এর ফলে অবরুদ্ধ হয়ে পরল রাজ্য সড়ক। এটি মালবাজার মহকুমার বাবুজোত এলাকার ঘটনা। যার ফলে মালবাজার ভায়া গাজোলডোবা – শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তার দুধারে আটকে পরেছে বহু গাড়ি, অ্যাম্বুলেন্স। সমস্যায় যাত্রীরা।
স্থানিয় সুত্রে জানা গেছে ট্রাকটি ডালকখোলার দিক থেকে গাজলডোবা হয়ে মালবাজারের দিকে আসছিল। বাবুজোত এলাকায় আসা মাত্র নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। আর এতে গুরুতর আহত হয় ট্রাকের চালক এবং খালাসি। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে মালবাজার হাসপাতালে ভর্তি করে।
অন্য দিকে ওই ১২ চাকার ট্রাকটিকে তুলতে দুটি ক্রেন ব্যাবহার করাতে বন্ধ হয়ে যায় এই রোডের গাড়ি চলাচল। প্রায় দুই ঘন্টা ধরে বন্ধ এই রুটের সমস্ত গাড়ি। যার ফলে রাস্তার ওপর সারি দিয়ে দারিয়ে রয়েছে বহু গাড়ি। আটকে পরেছে পর্যটকদের গাড়িও। কখন এই রাস্তা স্বাভাবিক হবে তা এখনো পরিস্কার নয়। তবে বেশি সমস্যায় পরেছে অ্যাম্বুলেন্স। কারন রোগী নিয়ে আটকে পরেছে বহু অ্যাম্বুলেন্সও।