November 7, 2024

শিলিগুড়ির বাগডোগরা বিমান বন্দরে ধরা পড়ল চমরি গাইয়ের চামড়া সহ এক ব্যাক্তি

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচী, শিলিগুড়ি : চমরি গাইয়ের চামড়া সহ এক ব্যাক্তিকে আটক করলো বাগডোগরা বিমান বন্দর কর্তৃপক্ষ। গতকাল  বৃহস্পতিবার, বিকেলে বাগডোগরা বিমান বন্দর কর্তৃপক্ষ পুনীত গুপ্ত নামে এক যাত্রীকে আটক করে। বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পরিকল্পনায় ছিলেন। বিমানবন্দরে যাত্রীদের রুটিন তল্লাশির সময় ওই যাত্রীর সামগ্রী থেকে এই দুষ্প্রাপ্য চামড়াটি উদ্ধার হয়।

তাঁকে প্রাথমিক জেরা করায় সে ওই বিমান বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে, সে কোন পাচারকারী নয়। এক ব্যক্তির কাছ থেকে ঘরে সাজানোর জন্য ওই চামড়াটি সে নাকি নগদ অর্থমূল্য দিয়ে কিনেছিল। এদিন বিমানবন্দর কর্তৃপক্ষ ধৃত ব্যাক্তিটিকে বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয়। এখন বনদপ্তর এর তরফ থেকে জিজ্ঞাসাবাদ এর পর্ব চলছে।

Advertisements

Leave a Reply