December 10, 2024

সম্পন্ন হল অর্জুন ভট্টাচার্য এর শর্টফিল্মস ‘নষ্ট দীঘির পদ্ম’ স্পেশাল স্ক্রিনিং

1
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা : একজন সফল অভিনেত্রী হওয়ার অদম্য স্বপ্ন নিয়ে কলকাতায় আসে গ্রামের পদ্ম। তারপরেই শুরু হয় তাঁর অডিশন পর্ব। কিন্তু সে অডিশন তার সেই স্বপ্ন সফলের অডিশন নয়। এই অডিশন চলছে তার শরীরের। তার স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত তাকে কম্প্রোমাইজ করে যেতে হচ্ছে এই নোংরা সমাজের সঙ্গে। তবে সেটা শুধুই এই ফিল্ম ইন্ড্রাস্টির জগতেই সীমাবদ্ধ নয়। পদ্ম বোঝে এই কম্প্রোমাইজ এর চাহিদা ছড়িয়ে রয়েছে সর্বত্র, সব ধরনের প্রফেশনেই। আর তার মধ্যেই প্রতিদিন চলছে তার স্বত্তাকে বাঁচিয়ে রাখার নিদারুন লড়াই।

ছবিতে পরিচালক অর্জুন ভট্টাচার্য

একদিকে নিজের অন্ধকার জীবন এর কালিমালিপ্ত রাত গুলি বহু কষ্টে লুকিয়ে রেখে প্রতিমাসে গ্রামে গরীব বাবা মাকে মাসোহারা পাঠাতে হচ্ছে। আর অন্যদিকে, সে আরও সাহসী ও অভ্যস্ত হয়ে উঠচ্ছে শরীরী আপোষে। কোন প্রতিকুলতা বা প্রতিবন্ধকতাই হার মানাতে পারে না গ্রামের পদ্মের নায়িকা হওয়ার স্বপ্নকে টিকিয়ে রাখার লড়াইয়ে।

গত বৃহস্পতিবার স্কুল অফ ড্রামায় সম্পন্ন হল  জলসা এন্টারটেইনমেন্ট এন্ড ফাইন আর্টস প্রযোজিত পরিচালক অর্জুন ভট্টাচার্যের বাংলা শর্টফিল্ম, “নষ্ট দীঘির পদ্ম”-র স্পেশাল স্ক্রিনিং। ৮মিঃ ২০সেঃ এর এই ছবিটি মূলত একটি গ্রাম্য মেয়ের বড় অভিনেত্রী বা নায়িকা হওয়ার স্বপ্নকে স্বার্থত্যাগের মাধ্যমে বাঁচিয়ে রাখার গল্প নিয়েই তৈরি।

ছবিতে পদ্মের ভুমিকায় টুম্পা নায়েক

গত ২২শে সেপ্টেম্বর ইউটিউবে রিলিজ হয় এই ছবিটি। ছবিতে সাহসী দৃশ্যে পদ্মের ভূমিকায় অভিনেত্রী টুম্পা নায়েক দর্শকদের মন এরই মধ্যে জয় করে ফেলেছেন। মূল ভাবনা চিন্তায় রয়েছেন অর্জুন ভট্টাচার্য। ইতিমধ্যেই ছবিটি ইউটিউবের দর্শকমন্ডলীর প্রশংসাও অর্জন করে নিয়েছে।

এদিন ছবি সম্পর্কে পরিচালক অর্জুন ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের জানান যে, দর্শকদের কাছে অনেক অনেক প্রশংসা পাচ্ছি, তারা সবাই আমাদের আশীর্বাদ করছেন। যারা নেগেটিভ মন্তব্য করছেন তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারচ্ছি। এটাও একজন পরিচালক এর লাইফের একটা বৃহত্তর পার্ট। আর এটা ভেবে খুবই ভালো লাগছে যে দর্শক আমার ছবিটি যে উদ্দেশ্যে বানানো তার কিছুটা বাস্তবচিত্রকে অনুভব করতে পারচ্ছে। মানে সব মিলিয়ে শর্ট ফিল্মের দুনিয়ায় এই “নষ্ট দীঘির পদ্ম” রীতিমত ঝড় তুলেছে বলাই যেতে পারে।

Advertisements

1 thought on “সম্পন্ন হল অর্জুন ভট্টাচার্য এর শর্টফিল্মস ‘নষ্ট দীঘির পদ্ম’ স্পেশাল স্ক্রিনিং

Leave a Reply