লেলিনগড়ের ইয়ংস্টার ক্লাবের ৪১তম পুজোর মন্ডপ ও প্রতিমার আবরণ উন্মোচন করলেন অভিনেত্রী শুভশ্রী

HnExpress অলোক আচার্য, কলকাতা :  লেনিনগড় ডি ব্লকের ইয়ংস্টার ক্লাবের ৪১তম বর্ষের অভিনব মণ্ডপ ও মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী ও টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় দুস্হ মানুষদের বস্ত্রদান এবং স্বনির্ভরতার লক্ষ্যে ৫ জনকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সজল দাস জানান এবছর প্লাইউডের এবং কাঁচের মণ্ডপ নির্মাণ করা হয়েছে। ১৭ফুট উচ্চতার মাতৃপ্রতিমা বিশেষ আকর্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, প্রাক্তন পুরপিতা সুখেন মজুমদার প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরই প্রতিমা এবং মণ্ডপে থাকে কিছু না কিছু অভিনবত্ব। থাকে হাজার হাজার মানুষের সমাগম।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: