লেনিনগড়ের চাঁদপুরে হঠাৎ ভয়াবহ আগুন
HnExpress অলোক আচার্য, চাঁদপুর ঃ বিলকান্দা দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত লেলিনগড় চাঁদপুরের একটি বাড়িতে মঙ্গলবার রাতে আচমকা আগুন লাগে। যদিও ওই সময় ঘরের ভিতর সৌভাগ্যবশত কেউ ছিলনা। স্থাণীয় প্রতিবেশীরা ভয়াবহ আগুনের শিখা দেখেই আগুন নেভাতে এগিয়ে আসে, এবং তাদের চিৎকার চেঁচামেচিতে পাড়ার অন্যান্য লোকজনেরা সকলেই ছুটে আসে। খবর পেয়ে নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রামের দমকলের দুটি ইঞ্জিন ও কর্মীরা সত্বর চলে আসে আগুন নেভাতে।
সুত্রের খবর, স্থানীয় থানা থেকে পুলিশ বাহিনী চলে আসে ঘটনাস্থলে। বাড়ির মালিক ভিগুরাম পাল ও অপর্ণা পাল জানান, আমরা কেউ তখন বাড়িতে ছিলাম না, পাশেই কীর্তনে গিয়েছিলাম।ছোট ছেলেও তখন বাড়িতে ছিলনা। কীর্তন শেষের মুখে আরতির সময় এক প্রতিবেশী এসে খবর দেন যে, আপনারা তাড়াতাড়ি বাড়িতে যান, আপনাদের বাড়িতে আগুন লেগেছে। তারপর বাড়িতে ফিরে এসে দেখি ততক্ষনে সব শেষ। আসবাবপত্র, আলমারি, খাট, বিছানাপত্র, টাকাপয়সা সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তাদের বক্তব্য, আমরা সামান্য মৃৎশিল্পী, ছোটো ছেলে ঠাকুরের চোখ আঁকে। আর বড়ো ছেলে বাইরে থাকে চাকরীর সুবাদে। আমাদের অভাবি সংসার, মাঠেঘাটে গান করি এবং ঠাকুর বানাই।নিউ ব্যারাকপুর দমকল বাহিনীর আধিকারিকদের অনুমান শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে। বঁ৷শ বেড়ার ঘর, তাই সব পুড়ে ছাই হয়ে যায়।পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। পুড়ে যাওয়া আসবাবপত্র নথি উদ্ধার করতে প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে দূর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই।