লালগড়ে CRPF -এর ৫০নং ব্যাটেলিয়ন এর উদ্যোগে অনলাইন সহায়াতা কেন্দ্র

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ৫০নং ব্যাটেলিয়ন এর হেড কোয়ার্টার লালগড়ে প্যারামিলাটারীতে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিলাপ এবং পরীক্ষার জন্য অনলাইন সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যার শুভ দ্বার উদ্ঘাটন করেন কমান্ডো শ্রী বজরং লাল এবং ৫০ ব্যাটালিয়ান এর অন্যান্য অধিকারীকরা। লালগড় এক সময় মাওবাদী কা গড় বলে সবাই জানতো, কিন্তু সময় এর সাথে সাথে এখান কার CRPF এর লাগাতার জঙ্গল অভিযান এবং গ্রুপ পেট্রোলিং এর কারণে মাওবাদীদের পায়ের নিচে জমিন চলে যায়। আর এই কারণেই ভারত সরকার দ্বারা প্যারামিলিটারি তে ৫,৪৯৫৩ জন এর জন্য ভর্তি বেরিয়েছে । যাতে এখানকার বা জঙ্গল মহল এর ছেলে মেয়েরা বেশি করে আবেদন করতে পারে এবং ভর্তি হতে পারে তার জন্য অনলাইন ফর্ম ফিলাপ এর এবং ট্রেনিং দেবার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। যাতে এখানকার ছেলে মেয়েদের কোনো রকম অসুবিধা না হয় এবং বেশি করে সুযোগ পায়।

Leave a Reply

%d bloggers like this: