লরির ধাক্কা টোটোয়, মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন চালক

HnExpress নিজস্ব প্রতিনিধি, চম্পাহাটি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টোটোচালক। একটি দশচাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোকে। দুমড়েমুচড়ে যায় টোটোটি। ঘটনাটি আজ চম্পাহাটি এলাকায় ঘটেছে।

যদিও ঘটনার সময় টোটোয় কোনও যাত্রী বা চালক ছিলেন না। তাই হতাহতের কোন খবর নেই। তবে তাঁরা যদি সেসময় টোটোয় থাকতেন তাহলে নিশ্চিত মৃত্যুর মুখে পড়তেন। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক। ঘটনাটি ঘটেছে চম্পাহাটি রেল স্টেশনের কাছে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: