জীবিকার হদিশে : বারাকপুরে সরাসরি র্যালির মাধ্যমে এয়ারফোর্সে এয়ারম্যান
HnExpress দেবাশিস রায় : সরাসরি র্যালির মাধ্যমে এয়ারফোর্সে এয়ারম্যান পদে কয়েকশো জনকে নিয়োগ করা হবে। র্যালি অনুষ্ঠিত হবে বারাকপুর এয়ারফোর্স স্টেশনের 4 ASC (Near Palta Gate), Air Force Station Barrackpore, 24 Paragnas (North), West Bengal-743122 ঠিকানায়।
নিয়োগ করা হবে গ্রুপ-সি (নন-টেকনিক্যাল) ক্যাটাগরির অটো মোবাইল টেকনিশিয়ান এবং ইন্ডিয়ান এয়ারফোর্স(পুলিশ) ট্রেডে। র্যালি অনুষ্ঠিত হবে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ অব্দি। শিক্ষাগত যোগ্যতা চাই ইংরেজিতে ও এগ্রিকেটে ৫০% নম্বর নিয়ে ১০+২ পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পাশ। জন্ম তারিখ হতে হবে ১৪ জুলাই, ১৯৮৮ থেকে ২৬ জুন, ২০০২ তারিখের মধ্যে।
প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, দুপর্যায়ের অ্যাডাপ্টাবিলিটি টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে। বিস্তারিত তথ্য পাবেন :-www.airmenselection.cdac.in ওয়েবসাইটে। খুঁটিনাটি তথ্য জানতে ফোন করতে পারেন 033-25921251 নম্বরে।