রাস্তায় যুবকের থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করল দুষ্কৃতীরা

HnExpress নিজস্ব সংবাদদাতা, কলকাতা : আজ ১৯শে জানুয়ারি, এসপ্ল্যানেড এর বিগ্রেড সভার সমাপ্তির পর কলকাতার বেকবাগান মোড়ের বাস স্টপে দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে ক্যাব বুক করছিলেন বাগুইআটি এলাকার বাসিন্দা সুখেন্দু রায় নামক এক অল্প বয়সী যুবক। ঘড়ির কাটায় তখন রাত প্রায় ৯টা বাজে। কলকাতার এসপ্ল্যানেডে এদিন তৃণমূলের ডাকা ব্রিগেড সভা শেষ হওয়ার পর রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় খুবই কম।
আর তাই বাসের জন্য অপেক্ষা না করে বেক বাগান থেকেই ক্যাব বুকিং করার চেষ্টা করতে থাকেন সুখেন্দু বাবু। তাঁর বক্তব্য অনুযায়ী, হঠাৎ উল্টোদিক থেকে আসা একটি বাইক এসে তাঁর হাত থেকে মোবাইলটি কেড়ে নেওয়ার জন্য টান মারে, কিন্তু শক্ত করে মোবাইল ধরে থাকার ফলে ব্যর্থ হয় বাইকে বসে থাকা তিন দুষ্কৃতী। তিনি আরও বললেন, কিন্তু এখানেই থেমে থাকেনি তারা। আবার ঘুরে আসে তারা আমার হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার জন্য।
কিন্তু এইবার তারা শুধুমাত্র সামনে দিয়েই চলে যায়। এইভাবে তিনবার তারা একই কাজ করে। রাস্তায় সেই সময় আরও জনা-চারেক লোক অপেক্ষা করছিলেন। তাঁরা চিৎকার করে ওঠেন। এর মধ্যেই সুখেন্দু বাবুর বুক করা ক্যাবও চলে আসে এবং সেখান থেকে উনি তড়িঘড়ি গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে এই কলকাতার মত এলাকাতেও রাত মাত্র ৯টায় বিগ্রেড ফেরত সুনসান ফাঁকা রাস্তায় এই ধরনের ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন সুখেন্দু বাবু। আর তৎক্ষনাৎ তিনি HnExpress এর মিডিয়া হাউসে ফোন করে ঘটনার বিবরণ দিয়ে তাঁর বক্তব্য জানান আমাদের সংবাদ প্রতিনিধিকে।