রামনবমী পালন করলেন অস্ত্র হাতে দিলীপ ঘোষ

0

HnExpress অর্নব দেবনাথ,পশ্চিম মেদিনীপুর : শনিবার রামনবমী উপলক্ষ্যে খড়্গপুরে তলোয়ার হাতে নিয়ে পুজো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ খড়্গপুর এর বিধায়ক দিলীপবাবু সকাল সকাল গদা, তলোয়ার, তির-ধনুক নিয়ে রামনবমী উদযাপনে সামিল হন। তাঁকে অস্ত্র মিছিল গিয়ে জিজ্ঞেস করা হয়, এতে কি সাম্প্রদায়িক প্ররোচনা দেওয়া হচ্ছে না? দিলীপ ঘোষের সাফ জবাব, “আমাদের সেনার হাতে তো অস্ত্র থাকে। তাহলে কি সেনারা অস্ত্র নামিয়ে রাখবে?
মা দুর্গা, মা কালীর হাতে অস্ত্র থাকে? তাতেও কি প্ররোচনা থাকে?”

তাঁর কথায়, “অস্ত্র মানে শক্তি। অশুভ শক্তিকে বিনাশ করতে যুগ যুগ ধরে অস্ত্রের ব্যবহার হয়েছে। ভবিষ্যতেও হবে। দিলীপবাবু আরো জানান, এটাই দেশের রীতি। এ ভাবেই চলবে। দুর্গা, কালীর কাছ থেকে কি আমরা অস্ত্র কেড়ে নেব? “আমরা আমাদের কাজ করব। যাদের পছন্দ হচ্ছে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
তাদের ভাল লাগা মন্দ লাগার উপর দেশের মানুষের আবেগ পাল্টানো যাবে না। তিনি এও জানান রামকে নিয়ে এই যে উন্মাদনা, এটাই আসলে উৎসব। যে উৎসবে উন্মাদনা নেই, সেটা কোনও নাকি উৎসবই নয় তাঁর কথায়।

Leave a Reply

%d bloggers like this: