রামনগর থেকে শুরু হলো নির্বাচনী সভা
HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর : রামনগরের মাটি থেকে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে শুরু হলো নির্বাচনী কর্মীসভা। রামনগর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মীসভার আয়োজন করা হয় উৎসব ভবনে। এদিনেত কর্মীসভায় সভাপতিত্ব করেন রামনগর ১নং ব্লক সভাপতি নিতাই চরণ সার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী।
এছাড়া এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রামনগর এর বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অখিল গিরি, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর ১নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মহাপাত্র , উপস্থিত ছিলেন জেলা পরিষদের সমস্থ সদস্য ও সদস্যাগন এবং পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাগন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানগন, উপস্থিত ছিলেন রামনগর ১নং ব্লকের তৃণমূল যুব সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ।