রামনগরে শুরু হয় ব্লক তৃনমূল S.C, S.T, O.B.C সেলের রাজনৈতিক সম্মেলন
HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর : রামনগর ২নং ব্লক তৃণমূল কংগ্রেস S.C, S.T, O.B.C সেল এর ডাকে বালিসাই আয়লা ভবনে শুরু হয় একটি রাজনৈতিক সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা জেলা তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অখিল গিরি, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কার্যকারী সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর ২নং ব্লকের তৃনমূল যুব সভাপতি মানস পাত্র, ব্লক যুব কার্যকারী সভাপতি তথা দেপাল অঞ্চলের প্রধান অনুপ কুমার মাইতি।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগন এবং ব্লকের সমস্থ তৃনমূল যুব কংগ্রেসের কর্মীগন। এই সভার শুরুর আগে যুবনেতা সুপ্রকাশ গিরি বীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিনের সভাতে বিধায়ক অখিল গিরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের কথা তুলে ধরেন ও অনগ্রসর শ্রেনীর মানুষজন মা মাটি মানুষের সরকারের আমলে যে সকল সুবিধা পাচ্ছেন তা তিনি তুলে ধরেন। আরও বলেন বাংলা আজকে যেটা করেন আগামীদিনে সারা দেশ সেই পথে চলেন। তাই বাংলা আজ সবার চেয়ে এগিয়ে।