রাজ্যস্তরে শিক্ষক দিবস পালন ও তথ্য চিত্র প্রকাশ
HnExpress অলোক আচার্য, ঢাকুরিয়া : মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের ব্যবস্হাপনায় বুধবার সকালে রাজ্য স্তরে শিক্ষক দিবস পালিত হয় ঢাকুরিয়া মধূসুদন মঞ্চে। শিক্ষক শিক্ষিকাদের ও কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি এদিন একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্য চিত্র “স্বপ্ন উড়ান” প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের দীর্ঘ পথ চলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক স্কুল পড়ুয়াদের এগিয়ে চলার বিভিন্ন দৃশ্য তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। তথ্য চিত্রটির নির্মাণ করে আইক্লিক স্টুডিও পরিচালক শুভ্রজিৎ দাস। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামউন্নয়ন ও জলসম্পদ উন্নয়নের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সী, রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাতঁরা, রাষ্ট্রমন্ত্রী মহঃ গোলাম রব্বানী, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের আধিকারিক প্রমুখ।