রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ৭৬১৫ স্টাফ নার্স নিয়োগ
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক স্টাফ নার্স গ্রেড-টু পদে ৭৬১৫ জনকে নিয়োগ করবে। আবেদন করতে হবে অনলাইনে www.wbhrd.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষদিন ২৬ সেপ্টেম্বর, ২০১৮। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
মোট শূন্যপদের মধ্যে নতুন ৬৯৬৬টি এবং পুরনো পদ ৬৪৯টি। নতুন পদের মধ্যে ৪৫২৯টি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ৪৫২৯টি, বেসিক বি এসসি নার্সিং ২২৯৯টি এবং পোস্ট বেসিক বি এসসি নার্সিং ১৩৮টি। পুরনো শূন্যপদের মধ্যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ৪৭১টি, বেসিক বি এসসি নার্সিং ৮২টি এবং পোস্ট বেসিক বি এসসি নার্সিং ৯৬টি।
সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সবক্ষেত্রেই ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম, প্রার্থী বাছাই পদ্ধতি-সহ বিস্তারিত তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটেই।