রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার চেক ও চাকরি পেলো শহীদ জওয়ান সুদীপের পরিবার

HnExpress সুদীপ ঘোষ, নদীয়া : সম্প্রতি জম্মু কাশ্মীরে হওয়া পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত শহীদ জওয়ান সুদীপ বিশ্বাস এর বাড়িতে গিয়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের শিল্প দপ্তর এর রাষ্ট্রমন্ত্রী রত্নাকর ঘোষ। এছাড়াও সেদিন এই মহৎ কাজে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কোন, রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান গৌরী শঙ্কর দত্ত, নদীয়া জেলা শাসক সুজিত গুপ্তা, জেলা পুলিশ সুপার প্রমুখ।
এদিন সুদীপ বিশ্বাস এর বাবা সন্ন্যাসী বিশ্বাসের হাতে চেক তুলে দেওয়া ছাড়াও জেলা প্রশাসন থেকে শহীদ সুদীপ বিশ্বাস এর নামে একটি রাস্তা তৈরি হবে বলেও প্রতিশ্রুতি দেন তাঁরা। এবং যেহেতু দেশের সরহাদ রক্ষার করতে গিয়ে শহীদ হন বীর জাওয়ান সুদীপ বিশ্বাস, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের যে কোন একজনকে খাদি দপ্তরে সরকারিভাবে চাকরি পাওয়ার আশ্বাস দেন বলেও প্রশাসন সূত্রের খবর।