December 11, 2024

রাজ্য মন্ত্রিসভার পরিবর্তন, এক নজরে কোন দায়িত্বে কে?

0
Img 20190529 Wa0019.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ ভোটের ফল প্রকাশের পর দলের বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবারের নির্বাচনী বিধিনিষেধ উঠে যেতেই এক-ঝাঁক প্রশাসনিক কর্তাকে বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের মন্ত্রিসভায় বড়সড় ঝাঁকুনি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, পরিবর্তিত মন্ত্রিসভার তালিকাও খুব শীঘ্রই চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হচ্ছে। সরকারি ভাবে ঘোষণা না হলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, সুপ্রিমোর আদেশে সুব্রত মুখোপাধ্যায়কে ফিরিয়ে আনা হল পশ্চিমাঞ্চল উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরে।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর দায়িত্ব আরও বাড়িয়ে তাঁকে পরিবহণের পাশাপাশি সেচ ও জল সম্পদ উন্নয়নের দায়িত্বও দেওয়া হল। নিজের হাতে থাকা আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমানে তাঁর দায়িত্বে ছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। পরিবেশের দায়িত্ব দেওয়া হল সোমেন মহাপাত্রকে। ব্রাত্য বসুকেও দেওয়া হলো বনদপ্তরের দায়িত্ব। সেই দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন সুজিত বসু। অন্যদিকে দফতরহীন মন্ত্রী করা হল শান্তিরাম মাহাতো ও বিনয় বর্মনকে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হাতছাড়া হল মন্ত্রী মলয় ঘটকের।

এইদিন মন্ত্রিসভায় আরও বেশকিছু মন্ত্রীকে বদলে নতুন মুখ আনতে চাইছেন মুখ্যমন্ত্রী বলে সুত্র অনুযায়ী জানা যাচ্ছে। আগামী ৩১ মে-র পর রাজ্য মন্ত্রিসভায় রদবদল হবে বলে জানা গিয়েছে। আজ এই বিষয়ে আবেদন করে একটি চিঠি রাজ্যপালের কাছে পাঠাল নবান্ন। তবে রাজ্যপাল এই মুহূর্তে কলকাতায় উপস্থিত নেই। এলাহাবাদ গিয়েছেন। তিনি ফিরে এলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরই হতে পারে মূল ঘোষণা।

Advertisements

Leave a Reply