রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের বিজয়া সম্মেলনী

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। আবৃত্তি চর্চার একটি অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র। উত্তর ২৪ পরগনা জেলার নিউব্যারাকপুরে, মধ্যমগ্রাম ও দুর্গানগরের শাখা রয়েছে এই সংস্থার। ছোট থেকে বড়দের আবৃত্তি শেখানো হয়। আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের বিজয়া সম্মেলনী হল রবিবার। নিউব্যারাকপুর সতীন সেন নগর কার্যালয়ে। ছোট থেকে বড়দের কন্ঠে শোনা গেল বিভিন্ন ছড়া, আবৃত্তির কোলাজ। খুদেদের সৃজন প্রতিভার বিচ্ছুরণ ঘটল। ছোট্ট শিশু ঋষি বড়ালের কন্ঠে সুকুমার রায়ের ‘নারদ, নারদ’ আবৃত্তি আবার উজান মন্ডলের কন্ঠে কবি বলরাম বসাকের ‘গণেশ ঠাকুর’, কখনো বা শুভঙ্কর মন্ডলের কন্ঠে কাজী নজরুল ইসলামের ‘খুকী ও কাঠবেড়ালী’ পরিবেশন ছিল বেশ সুন্দর। ছোট্ট শিশু সৌম্যদীপ্ত কুন্ডুর সুরেলা কন্ঠে রবীন্দ্রনাথের ‘মাস্টারবাবু’ ছিল বেশ সাবলীল।
এছাড়াও ছড়া ও কবিতা পাঠের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিল শিশু শিল্পী সঞ্চয়ণ বিশ্বাস, চন্দ্রিমা সরকার, অর্ণববিন্দু চক্রবর্তী, ঈশানা রায়, সমৃদ্ধি পাল, প্রিয়াংশু পাল, সুদেষ্ঞা মাহাতো, সোহিনী আঁশ, রৌনক রায়, শৈলেয়ী রায়, শর্মিষ্ঠা হীরা প্রমুখ। স্কুল পড়ুয়া সৌহার্দ্য বিশ্বাসের পরিচালনায় কুইজ প্রতিযোগিতাটি যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছিল। এছাড়াও মজাদার শ্রুতি নাটক ‘পেয়ারের পেয়ারালাল’ শ্রোতাদের মুগ্ধ করে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা ও বাচিকশিল্পী সৌমী দে।
উপস্থিত ছিলেন কবি রুদ্র গোস্বামী,অমল কুন্ডু, বাপি দাশগুপ্ত, চয়ন দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক অধ্যাপক অম্লান দাশগুপ্ত। সংস্থার শিক্ষিকা বাচিকশিল্পী সৌমী দে’র কন্ঠে আবৃত্তি পরিবেশন ছিল মনোমুগ্ধকর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।