রাজনীতির বই, বইয়ের রাজনীতি

বইমেলা ৬ পর্ব

HnExpress সম্রাট গুপ্ত, ২ ফেব্রুয়ারি, কলকাতা : মেলার বই নিয়ে আগে আমার চারটি সংবাদ বা বিশেষ পর্যালোচনা পড়েছেন। এবারের বিষয় এবারের মেলায় রাজনীতির বই। প্রাথমিকভাবে দেখছি, এতে বিজেপি একেবারে হেরে ভূত। বিজেপি-র বন্ধুরা রাগ করবেন না! বরং আগামী বছরের বইমেলায় পাল্টা শক্তি দেখাতে এখন থেকে কলম ধরার কথা ভাবুন!

এবারের মেলায় রাজ্যের শাসকপক্ষের সবচেয়ে বেশি কথা যাঁর লেখায় পাবেন, তিনি হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছিলেন, তিনি বোধহয় ৭৫টি বই প্রকাশিত করে ফেলেছেন। একজন ভুল ধরিয়ে দিলেন। না ম্যাডাম, ওটা ৮০ টা হবে। তাহলে এবারের ৭টি বই যোগ করলে দাঁড়ায় ৮৭টি বই। মুখ্যমন্ত্রীর তাৎক্ষনিক উত্তর, তাহলে পরের বছর আরও ১৩টি বই লিখে ফেলব।

এর ফলে এখন থেকেই আগামী বছরের সেঞ্চুরি প্রায় পাকা করে ফেললেন মুখ্যমন্ত্রী। নিজের হাজারো ব্যস্ততার মাঝেও তিনি বই লিখতে খুবই ভালোবাসেন। তবে তাঁর এই শখ যে সেঞ্চুরি হাঁকাবে এমনটা হয়েত তিনি নিজেও ভাবেননি। তবে মুখ বন্ধ করে থাকতে নারাজ নিন্দুকরা। জালে ব্যঙ্গচিত্র ভাসিয়ে আনন্দ পাওয়ার এবং আনন্দ দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

এর পড়েই আসে ‘সংবাদ প্রতিদিন’-এর ডেপুটি এডিটর কিংশুক প্রামাণিক-এর একগুচ্ছ বই। ‘মমতা বিট‘ বলতে সাংবাদিকরা যা বোঝেন, অনেক দিন ধরে সেটাই করছেন। ফলে বইগুলি লেখার পর্যাপ্ত রসদ রয়েছে কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক তথা এই উদ্যমী সাংবাদিকের।

লাগাতার বিজেপি-বিরোধী লেখার জন্য যে সব পাঠক আনন্দবাজার পত্রিকাকে পছন্দ করেন, ওই কাগজের সম্পাদকীয় বিভাগের অমিতাভ গুপ্তর লেখা তাঁদের কাছে যথেষ্ঠ প্রিয়। অর্থনীতির কৃতী ছাত্র অমিতাভর বইয়ের প্রকাশ্য প্রচারে নেমেছেন তাঁরই এক সহকর্মী স্বাতী ভট্টাচার্য। পাঠকরা হয়ত ধরেই নিয়েছেন, বইয়ের বিষয় বিজেপি-র শ্রাদ্ধ।

আর একটি বই সঞ্জয় মুখোপাধ্যায়ের ‘গণতন্ত্রের সংকট’। লেখকের নিজের কথায়, অবশেষে বের হচ্ছে আমার বই। এই প্রথম নিজের প্রকাশনা থেকে আমার একক বই প্রকাশিত হবে, এতদিন বই প্রকাশ হয়েছে monfakira থেকে, এবার এই প্রথম হবে বোধিসত্ত্ব থেকে। দেখি, কী হয়! দেশের মানুষের হাল খুব খারাপ, মুখ বন্ধ ভয়ে, চাকরি নেই, ব্যবসার জন্য লোন নেই। সব আছে, শুধু নেতাদের কাছের মানুষের জন্য। এমনই গণতন্ত্রে আমাদের বসবাস। তাই লিখেই ফেললাম। আমার মনের কথা, সকলের জন্য, সকলের কথা।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: