নিউব্যারাকপুরে রবীন্দ্র সরোবর উদ্যানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর পৌরসভার উদ্যোগে রাজ্য সরকারের গ্রিন সিটি মিশন প্রকল্পের অর্থানুকূল্যে পুরএলাকার ৬ নং ওয়ার্ডের অশ্বিনী দত্ত রোডে জলাশয়ের সৌন্দর্যায়ন করে রবীন্দ্র সরোবর নামাঙ্কিত একটি পার্কের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।রবিবার বিকেলে সুসজ্জিত উদ্যানের ফলক উন্মোচন করে মন্ত্রী বলেন ছোট পৌরসভা, নানা ধরনের পরিকল্পনা করে পরিত্যক্ত জলাশয়কে সুন্দর করে সাজিয়ে পরিবেশ বান্ধব করে তুলছে, যা প্রশংসনীয়। উদ্যানের ভিতরে রয়েছে সুন্দর গাছপালা, ফোয়ারা ইত্যাদি।

মন্ত্রী আরও বললেন যে, স্থানীয় পুরপিতা জয়গোপাল ভট্টাচার্যের নিজ মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনাটির বাস্তব রূপ দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এদিন উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, উপপৌরপ্রধান মিহির দে, প্রাক্তন পৌরপিতা সুখেন মজুমদার,পৌরপিতা সৌমিত্র মজুমদার, নির্মিকা বাগচী , পুরদলনেতা প্রবীর সাহা , মনোজ সরকার প্রমুখ। এই উপলক্ষ্যে এদিন এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল।

1 thought on “নিউব্যারাকপুরে রবীন্দ্র সরোবর উদ্যানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: