রবিবারের বৈঠকী আড্ডা ঃ একাদশ ভাগ
HnExpress একটু অন্যরকম, শুভাদিত্য ঘোষ দস্তিদার ঃ
বসন্ত-প্রহর
~~~~~~~~~~~~
কথারা ঘুমোলে পরে আছে তো শেষেই ঘর
তাই হলে কথার চেয়ে ঢের ভালো নিরিবিলি
আলোকনে, উদ্ভাসনে, মিলুক না রেখা পথে
চেনা ও তনুর তীর্থে অভিসারী মনোরথ।।হোটেল থেকে ফেরার পথে
ঘরে যেতে গির্জার মাথায়
একরত্তি ছোট্ট বেড়াল
এসে শুয়ে থাকে শূন্য বিছানায়।।বৃষ্টি থেমে গেলে পর
ঝিকিমিকি সোনালী আকাশে
তখন রাত বারোটা পনেরোর
বাতি-জ্বলা দুঃখের স্টেশন
একমাত্র হয়ে জেগে থাকে স্মৃতির অন্তরে।।ঘুমের সমুদ্রতীরে আমরা বড় একাকী,
বালি দিয়ে বাঁধি ঘর, ঘাসের উপর;যদিও ক্ষণিক—-
তখন নিদ্রিত গ্ৰাম, নিদ্রিত শহর
কে আছো জেগে?——-
উওর আসে, বলে ওঠে ঠোঁট কেঁপে
আমি ‘বসন্ত – প্রহর।”
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।