রঘুনাথগঞ্জে ব্লক সভাপতি সরানোর ফলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া
HnExpress জিয়াউল হক, রঘুনাথগঞ্জ ঃ সম্প্রতি রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি নাসির হোসেনকে সরিয়ে দিয়ে সভাপতি করা হয় সমিরুদ্দিন বিশ্বাসকে। এদিকে ব্লক সভাপতিকে সরানোর ফলে রঘুনাথগঞ্জের সাধারণ মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত হয়।
সমিরুদ্দিন বিশ্বাস গত ২৫ শে আগস্ট ২০১৮ সালে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নাসির হোসেন জানান।
এদিন তিনি আরও জানান যে, তাকে ঠিক কোন উদ্দেশ্যে পরিবর্তন করা হয়েছে, তিনি তা এখনো জানেন না। তবে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভাবে এখনো কোন পরিবর্তন হয়নি।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
তিনি এদিন অভিযোগ করেন, কোনো ব্যক্তি বিশেষকে খুশি করতেই, এই পরিবর্তন করা হয়েছে। সাধারণ মানুষ ও যারা তৃণমূল কংগ্রেস দলকে ভালোবেসে ভোট দিয়েছেন তাদের সাথে চরম প্রতারণা করা হল বলে তিনি জানালেন।
তিনি আরও বললেন, বিধানসভা ভোটে প্রায় ৬০-৬২ হাজারেরও বেশি ভোটে কিন্তু লিড দিয়ে ছিলাম আমিই। আর তাই এই পরিবর্তনকে নীতিগত ভাবে মানতে নারাজ নাসির হোসেন।
নাসির হোসেন এর কথার অভিব্যক্তি অনুযায়ী, এই হটকারি পরিবর্তনের দ্বারা সাধারণ মানুষকে রীতিমতো প্রবঞ্চনা করা ও ধোঁকা দেওয়া হল। তবে আমি সাধারণ মানুষের সাথে ছিলাম, আছি ও থাকব এবং সামাজিক সর্বপ্রকার কাজে নিজেকে অব্যাহত রাখব।