যেতে যেতে পথে ১০
HnExpress অশোক সেনগুপ্ত, গঙ্গাসাগর ঃ গঙ্গাসাগরে মাহেন্দ্রক্ষণে পূণ্যস্নানের আগে রীতিমত জমজমাট বাবুঘাটে তীর্থযাত্রীদের অস্থায়ী আস্তানা। আজ শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন সাগরযাত্রীদের শুভেচ্ছা জানাতে। তার আগে হরেক রকম সাধু-সন্তের ভিড়।
এক সাধুর পায়ের ক্ষত সেপটিক হয়ে গিয়েছে। এক সহযোগীর সাহায্যে তিনি শুশ্রুষার চেষ্টা করছিলেন। পাশ দিয়ে যেতে সেটা দেখে উর্দিপড়া এক পুলিশ হিন্দিতে বোঝালেন ডাক্তার না দেখালে সমস্যা হবে। ওই সাধুও পাল্টা বললেন, চেষ্টা করেছিলাম। পারিনি। কয়েক পা দূরেই ভূকৈলাশ ওয়েলফেয়ার সেন্টারের ক্লিনিক। বিশাল লাইন।
এ সবের ছবি তুলে ঘুরছি পূণ্যার্থীশিবির। ছাই মেখে কিছু উলঙ্গ সাধুবাবা ছাউনিতে বসে। কেউ শুয়ে, কেউ কাগজ পড়ছেন, কেউ হুঁকো টানছেন।
পালপাড়া, এক্তারপুরের তারা গোঁসাইয়ের কাছে ভবিষ্যৎ জানতে এসেছেন এক প্রৌঢ়া। সঙ্গে পুত্র-কন্যা। দীর্ঘ সময় নিয়ে ছাউনিতে ওঁরা গোঁসাইজীর কাছে নানা প্রশ্ন রাখছেন। হাড়ের আকৃতির অলৌকিক কিছু একটা দিয়ে নমুনা পরীক্ষা করে মতামত দিচ্ছেন তিনি। পিছনে ব্যানারে লেখা গুরুপাঠ। সিদ্ধিলাভ তারাপীঠ। হাত দেখাতে ১০ টাকা, শারীরিক জানা ১ টাকা, দূরের খবর জানা ৫ টাকা।
ভোজপুরী সেবা সঙ্ঘ, ব্রহ্মা কুমারী, শ্রী রামদেব মিলন— নানা রকম সংগঠনের বেশ বড় মাপের স্টল। সত্যিই যেন উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তারে।