যুব নেতার গাড়ির কাঁচ ভাঙ্গচুরের অভিযোগ

0

HnExpress বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনের কাজ চলছে আজ। শালবনীর লালগেড়িয়া ৫ নং অঞ্চলেরও বোর্ড গঠনের তৎপরতা শুরু হয়েছে। এই অঞ্চল বিজেপি দখল করে। সেই কারনেই বিজেপি কর্মী সমর্থকরা জয়পুরে জোড় হতে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের যুব নেতা সন্দীপ সিংহের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়, এতেই গাড়ির কাঁচ ভাঙ্গে, যুব নেতা সহ কয়েকজন কম বেশী আহত হয়। তাদের অভিযোগ এই অঞ্চল বিজেপি জয় লাভ করার পর থেকেই শুরু হয়েছে তৃণমুল কর্মীদের উপর অত্যাচার।

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শালবনী ব্লক বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আসলে তৃণমুলের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই এই সব মিথ্যা কথা বলে এরা মানুষ কে আবার ভুল পথে নিয়ে যাবার চেষ্টা করছে। বিজেপির নামে মিথ্যা অপপ্রচার করছে। আজ এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি। বিজেপি কর্মিরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই বোর্ড গঠন করতে চলেছে। বরং এই অঞ্চল বিজেপি জয় লাভ করার পর থেকেই আমাদের কর্মীদের নামে নানান মিথ্যা কেস করা হয়েছে পুলিশের কাছে, আমাদের কর্মিদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

Leave a Reply

%d bloggers like this: