যাদবপুরে বিক্ষোভ দেখালো ইসলামী ছাত্ররা
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিক্ষোভ দেখালেন ইসলামী ছাত্ররা। শুক্রবার বেলা সওয়া একটা থেকে প্রায় আধ ঘন্টা চলে তাঁদের বিক্ষোভ।
উদ্যোক্তারা জানান, মূলত ১০ দফা দাবিতে এই আন্দোলন। এগুলির মধ্যে আছে এম.এ.এন.এফ ফেলোশিপের জটিলতা প্রত্যাহার এবং এর অর্থ বরাদ্দ বৃদ্ধি, তফশিলি জাতী, উপজাতি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সুসংবদ্ধ আক্রমণকে অপরাধ ঘোষণা করা, ‘রোহিত আইন‘ বলবৎ করা, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোয় শিক্ষার বৈষম্য দূর করা প্রভৃতি।
এ দিনের বিক্ষোভ চলে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার আয়োজনে। কলকাতায় তাদের দফতর ১৪ আলিমুদ্দিন স্ট্রিটে। যাদবপুরে আর্টস বিল্ডিংয়ের প্রবেশ পথে প্রচার-সম্বলিত একটি গাড়ি নিয়ে আসেন তাঁরা। কয়েকজন ফটকের ভিতর ঢুকে প্রবেশপথের পাশে বুকে প্রচারবোর্ড লাগিয়ে শিক্ষার বিভিন্ন স্তরে গৈরিকীকরণের চেষ্টার অভিযোগে শ্লোগান দেন। কোনও ছাত্র-সংগঠন বা কর্তৃপক্ষের তরফে বাধা দেওয়া হয়নি।