September 8, 2024

মেদিনীপুর শহরে বসল ধ্যানচাঁদের মুর্ত্তি

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : কলকাতার পর মেদিনীপুর শহরে বসল হকির জাদুকর ধ্যানচাঁদের পুর্নাবয়ব মুর্ত্তি। ধ্যানচাঁদের জন্মদিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে সারাদেশ পালন করে থাকে। এই দিনে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর রোডে স্থাপিত  হয় হকি সম্রাটের পুর্নাবয়ব মুর্তি। পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংসদের উদ্যোগে মুর্তিটি স্থাপিত হয়। মুর্তিস্থাপন ও তাঁর জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায় মৃগেন মাইতি, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, জেলা পরিষদ সদস্য নেপাল সিং, অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)  প্রতীমা দাস, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, সহ অন্যান্যরা।

Advertisements

Leave a Reply