December 11, 2024

মেট গালা ইভেন্টের প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখমণ্ডল বসিয়ে ভাইরাল হলো পোস্ট

0
Inshot 20190508 224457184
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ সম্প্রতি মেট গালা বলে বিদেশে একটা যেমন খুশি সাজো ইভেন্ট অনুষ্ঠিত হয় বিভিন্ন বিত্তবান ও প্রভাবশালী মানুষদের নিয়ে। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে সেটি প্রদর্শিত হয়। এটি নাকি পৃথিবীর অন্যতম প্রেস্টিজিয়াস ও ব্যয়বহুল প্রতিযোগিতা মূলক ইভেন্ট। এই ইভেন্টে অংশগ্রহণকারীকে প্রায় ২০-২২ লাখ টাকা শুধু এন্ট্রি ফি দিতে হয়। এক একটি থিমকে পোষাক আর অভিনয় দিয়ে প্রতিযোগীদের বোঝাতে হয়। তবে সাধারণ ফ্যাশন শোয়ের মতন নয় এই ইভেন্ট। আর এই ইভেন্টেই ভারত থেকে নির্বাচিত সেলব প্রিয়াঙ্কা চোপরা অংশগ্রহণ করেছিলেন।

তার সেই ছবিও যথারীতি মিডিয়াতে ছড়িয়ে যায় এবং তাঁর এই পোশাক নিয়েও অনেক কুৎসিত পোস্ট ভাইরাল হয়। যদিও ইভেন্টের প্রয়োজনেই প্রিয়াঙ্কা নির্দিষ্ট ভাবে এই পোশাকে সেজেছিলেন তাঁকে দেওয়া থীম অনুযায়ী। কিন্তু অপরদিকে সেই ভাইরাল ছবিকেই সোশ্যাল মিডিয়াতে বিকৃত ভাবে ব্যবহার করে কিছু তৃণমূল বিরোধী মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখ মন্ডলের ছবি প্রিয়াঙ্কার মাথার জায়গায় বসিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে তা ভাইরালও হয়ে যায়। তবে মনে করা হচ্ছে যে বা যারা এটা করেছে তাদের মূল উদ্দেশ্যই হলো মমতা ব্যানার্জীকে নিয়ে রসিকতা করা।

এই বিষয়ে তাঁর কর্মী সমর্থকদের মতামত হলো, “এই ধরনের রসিকতা করতে গিয়ে তারা শুধু বাংলার প্রশাসনিক প্রধানকেই নয় এমনকি ঐ সম্ভ্রান্ত ইভেন্ট তথা প্রিয়াঙ্কা চোপরাকেও হেয় প্রতিপন্ন করে ফেলেছে। বাস্তবিক শিক্ষা যে এদের কতটা তা নিয়ে তর্ক করে লাভ নেই। সত্যিই এসব খুব নিন্দনীয় ঘটনা।” তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেও নির্বিকার রাজ্য প্রশাসন। কিন্তু কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ ও বিকৃত পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরানোর পরেও তা নিয়ে সরব নয় কেন রাজ্য প্রশাসন?

ছবি ও তথ্যসূত্র ঃ গ্রাসরুট সোশ্যাল মিডিয়া পেজ।

Advertisements

Leave a Reply