January 15, 2025

মেট্রো ট্রেনে পরবর্তী স্টেশন ঘোষণার বদলে হঠাৎই স্পিকারে বেজে ওঠে পর্ন ছবির শব্দ

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ মেট্রো ট্রেনে পরবর্তী স্টেশন ঘোষণার বদলে হঠাৎই স্পিকারে বেজে ওঠে পর্ন ছবির শব্দ। প্রথমে যাত্রীরাই বুঝতে পারেন, পর্ন ছবির শব্দ হচ্ছে ট্রেনের লাউড স্পিকারে। তবে ঘটনাটি ঘটেছে লন্ডনের একটি শহরের রেল স্টেশনে।

যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ট্রেনেরই এক যাত্রী। সোশ্যাল মিডিয়াতে পাওয়া সুত্র অনুযায়ী ভিডিওতে শোনার সাথে সাথে দেখাও যাচ্ছে, স্পিকারে এমন শব্দ শোনার পর লজ্জা বোধ করে যাত্রীরা একে ওপরের দিকে তাকাতে থাকেন এবং অতঃপর সকলেই হাসতে শুরু করেন।

ওই যাত্রীটি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন “ট্রেন ছাড়ার আগে চালক পর্ন ছবি দেখছিলেন। যার শব্দ পৌঁছে যায় মাইক্রোফোনে “তবে তার সত্যতা কতটা সেটা যাচাই করা সম্ভব হয়নি এইচ এন এক্সপ্রেস চ্যানেল কর্তৃপক্ষ এর।

Advertisements

Leave a Reply