এবার মুর্শিদাবাদে তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ
HnExpress নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : মঙ্গলবার কলকাতার নাগেরবাজারে তৃণমূল পার্টি অফিসের অদূরে বোমা বিস্ফোরণ হয়। আর এদিনই রাতে খোদ মুর্শিদাবাদে তৃণমূলের পার্টি অফিসে ঘটল বোমা বিস্ফোরণ। এঘটনায় এলাকায় ব্যাপক চান্চল্য ছড়িয়েছে।
ঘটনা সূত্রে প্রকাশ, মঙ্গলবার রাত ২টো নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার কুলি এলাকা। আতঙ্কে এলাকার মানুষ ভীত হয়ে পড়েন। পরে গ্রামের মানুষ বেরিয়ে এসে দেখেন তৃণমূলের পার্টি অফিসের দেওয়ালে একাধিক বোমা ছোড়া হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
দলীয় সূত্রে অভিযোগ করা হয়েছে, বিজেপি ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও অভিযুক্ত দুপক্ষই সে অভিযোগ অস্বীকার করে বলেছে, এটা তৃণমূলের গোষ্ঠী কলহের জন্যই ঘটেছে। আর তা ধামাচাপা দিতে তৃণমূল বিরোদীদের দিকে আঙুল তুলছে। পুলিশি তদন্ত চলছে।