মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাফল্য নিয়ে বক্তৃতা প্রতিযোগিতায় জয়ী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা
HnExpress অলোক আচার্য, বারাসাত : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প গুলির উন্নয়নের সাফল্য নিয়ে জেলা জুড়ে শহর ও ব্লকের পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে শুরু হয়েছিল বক্তৃতা প্রতিযোগিতা। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের পুরস্কার প্রদান করা হল শুক্রবার বারাসত রবীন্দ্র ভবনে।
জেলার ৩৩টি বিধানসভার ৭০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিলেন। স্কুল কলেজের মেয়েরা চূড়ান্ত পর্যায়ের শিরোপা অর্জন করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ সৌগত রায়, নারায়ণ গোস্বামী প্রমুখ। উল্লেখ্য, বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের পরিচালনায় বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের সাফল্যের জয়জয়াকার।