September 9, 2024

মিড ডে মিলের রাঁধুনি ও সাফাই কর্মীদের কাজের নিশ্চয়তা দিন, আবেদন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে

0
Advertisements

HnExpress কলকাতা, নিজস্ব সংবাদদাতা : হট সিটে বসে রয়েছেন অমিতাভ বচ্চন। বিপরীতে সিজনের দ্বিতীয় ক্রোড়পতি ববিতা তাডে। অমরাবতীর ববিতা শুধুমাত্র এক কোটি টাকা জিতেছেন, এমনই নয়। তার সঙ্গে জিতে নিয়েছেন বহু দর্শকের হৃদয়।

ববিতা হলেন মিড ডে মিলের রাঁধুনি। তিনি কিন্তু একবারেই ব্যতিক্রম। পশ্চিমবঙ্গের মিড ডে মিলের রাঁধুনিদের দূর্দশার ছবি ফুটিয়ে তুলতে শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন ও সমাবেশ করল ‘স্বরাজ ইন্ডিয়া’ নাম একটি সংগঠন। তাদের মতে, মিড ডে মিল রন্ধনকর্মী ও স্কুল সাফাই কর্মীদের বঞ্চনা অমানবিক ও আইন বিরোধী। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দায়ী এই অন্যায়ের জন্য।

পরে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা জানান, আমরা এই কর্মীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে আছি ও থাকব। সংগঠনের সভাপতি সঞ্জীব মুখোপাধ্যায় বলেন ঈদের দিনে ৫০ টাকা পারিশ্রমিক দেওয়া ক্রীতদাসপ্রথার সমান।

সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কল্যাণ সেনগুপ্ত বললেন যে, ১৬,১৯৬ সাফাইকর্মীর জীবিকা আচমকা কেন কেড়ে নেওয়া হচ্ছে, তার জবাব প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দু’জনকেই দিতে হবে। সংগঠনের সর্বভারতীয় সঞ্চালন সমিতির সদস্য দীনেশ সিংহ বলেন, রাজ্যের চারিদিকে কাজের হাহাকার। কিন্তু তা সত্বেও ৮,৫১৭ রন্ধন কর্মীর পদ খালি কেন উত্তর চাই।

শুক্রবার ধর্মতলা অঞ্চলের ওয়াই চ্যানেলে মিড ডে মিল কর্মী ও স্কুল সাফাই কর্মীদের বঞ্চনা সহ নানাবিধ সমস্যার সমাধানের দাবিতে ‘স্বরাজ ইন্ডিয়া’ ‘সারা বাংলা মিড ডে মিল রন্ধনকর্মী সংঘর্ষ মঞ্চ’ ও ‘সাফাই কর্মী সংগঠন’-এর যৌথ প্রয়াসে এক সমাবেশ হয়। সভা শেষে বিভিন্ন প্রতিনিধিদল রাজভবন ও নবান্নের উদ্দেশ্যে যায় যথাক্রমে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর নিকট দাবী পত্র ও বিষয়টির ব্যাখ্যা দিতে।

পুজো পরিক্রমা ২০১৯ এর সহযোগী পার্টনার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে ইচ্ছুক ব্যাক্তি বা সংগঠন থেকে অতিসত্বর যোগাযোগ করুন আমাদের সাথে ঃ ৬২৮৯২৩৫০৭৬।

সভায় কর্মীদের প্রতি বঞ্চনার বিষয়টি তুলে ধরে সংগঠনের কর্তারা বললেন, এই রাজ্যে কর্মীদের মাত্র দেড় হাজার টাকা মাসিক পারিশ্রমিক দেওয়া হয়। তাও ১০ মাসের জন্য। এই একই কাজের জন্য কেরলে ৬,৫০০ টাকা এবং তামিলনাড়ুতে ৪,০০০ টাকা দেওয়া হয়। সে কারণেই এই রাজ্যের পনেরশো টাকার পরিবর্তে হাজার টাকা মাসিক পারিশ্রমিক দাবি করা হয়েছে, এবং তা ১০ মাসের বদলে ১২ মাসের জন্য দিতে হবে।

স্বাস্থ্য বীমা, জীবন বীমা, মাতৃত্বকালীন ছুটি ও পেনসনের ব্যবস্থা করতে হবে। স্কুল সাফাই কর্মী দের ১০০ দিনের কাজ প্রকল্পের আওতায় এনে তদনুযায়ী অর্থ প্রদান ও কাজে বহাল করা হয়েছে স্কুল পিছু দুজন করে। কিন্তু হঠাৎ দুজনের বদলে একজনকে রাখার জন্য প্রশাসনের তরফে নির্দেশ এসেছে। এতে প্রায় ১৬,১৯৬ কর্মী জীবিকা অর্জন থেকে বঞ্চিত হবেন। এই হঠকারী আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং জঙ্গলমহলের বিভিন্ন ব্লক থেকে বহু রন্ধনকর্মী, সাফাইকর্মী এবং সমাজের নানা অংশের গরিব মানুষ এই সমাবেশে অংশ নেয়।

Advertisements

Leave a Reply