“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”
HnExpress পার্থ পাল, বনগাঁ : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” -এই গান টি সবাই জানে। কিন্তু এই গানের সাথে বাস্তব এর মিল খুব বিশেষ পাওয়া যায় না। এই তো সেদিন বনগাঁয় গিয়ে দেখা গেলো মানুষের জন্য মানুষ কি করতে পারে। সম্প্রতি বনগাঁ, ট্যাংরা, আরসিংড়ি গ্রামে গিয়ে দেখা গেল যে, প্রচুর বয়স্ক গরীব মানুষ অপেক্ষা করছে, টুটু বাবুর চাল, ডাল, চিনি, আটার জন্য। টুটু বাবু নাকি নিতান্ত নিঃস্বার্থ ভাবে সবাইকে দেবেন, এ হল তারই উৎফুল্ল আগ্রহের অপেক্ষা। যাদের চিকিৎসা করার টাকা নেই, তাদের ওষুধ কেনার টাকা দেবেন উনি। তাই তারা অধীর অপেক্ষায় বসে আছে । আবার বনগাঁ সুপার স্পেসালিটি হসপিটাল হবে তার জন্য পাপন ধর, স্বনির্ভর গোষ্ঠী নদীয়া জেলার অবজারভার, তৃণমূল রাজ্য কমিটির সদস্য উপস্থিত ছিলেন, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী মেমোরিয়াল হসপিটাল এর জেনারেল সেক্রেটারি মিঃ গৌরাঙ্গ মন্ডল ও টুটু দত্ত উপস্থিত ছিলেন।
হাসপাতাল ব্যাবস্থা পর্যবেক্ষণ করতে এসে ছিলেন পাপন ধর। সমস্ত ব্যাবস্থা দেখে তিনি খুব খুশি। মন্ত্রী মহলের সমস্ত সহযোগিতার আশ্বাস উনি দেন। গৌরাঙ্গ মন্ডলর ব্যবস্থাপনায় হাসপাতালের সমস্ত ম্যানেজিং টিম উপস্থিত ছিল। সব মিলিয়ে মনে হচ্ছিল সত্যিই মানুষ আজ মানুষের জন্যই।