October 11, 2024

মানুষের পাশে, মানুষের জন্য বৈদ্যরা

2
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : ১৬০০০ মানুষের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত বাঙালি বৈদ্য সমাজ এ বছর থেকে শুরু করছে বিভিএস সম্মান। ২৩শে সেপ্টেম্বর মুধুসূদন মঞ্চ থেকে প্রায় ৪০ জন কৃতি বৈদ্যকে এই বিশেষ সম্মানে সম্মানিত করার সাথে সাথে কয়েকশো দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এ বার অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম সহ সমাজের দুঃস্থ মানুষের প্রয়োজনে স্কুল ব্যাগ, ছাতা, রেনকোট, বই – খাতা, পেন, হেলথ ড্রিঙ্ক, বেডসীড, সারা মাসের রেশন ইত্যাদি তুলে দেওয়া হবে শতাধিক মানুষকে।

বিভিএস সম্মানের সূচনাপর্বে উপস্থিত থাকছেন মাষ্টারদা সূর্য সেনের ভাগ্নে-বৌ, ৯৪ বছর বয়স্কা সাধনা বিশ্বাস। যিনি পরোক্ষভাবে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবে সামিল ছিলেন। ১৯৬৫-র ইন্দো-পাক যুদ্ধে “রক্ষা মেডেল” বিজয়ী অবসরপ্রাপ্ত আইএএস তথা রাজ্যসভার বর্তমান দলনেতা (তৃণমুল কংগ্রেস) মনীষ গুপ্ত, প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত, জ্যোতির্পদার্থবিজ্ঞানি সুজন সেনগুপ্ত, প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত, ক্রিকেটার দীপ দাসগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, পন্ডিত রণজিৎ সেনগুপ্ত, শুভায়ু সেন মজুমদার, কল্যান সেন বরাট, রামানুজ দাশগুপ্ত, তপন দাশগুপ্ত, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৬ – ঊষষী সেনগুপ্ত সহ আরও অনেক কৃতি বৈদ্য।

৩য় বর্ষে পা দিল এই অনুষ্ঠান। এর আগেও এই সংগঠন প্রায় এক হাজার মানুষের বিভিন্ন প্রয়োজনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অধিকারের ক্ষেত্রে তাঁদের পাশে দাড়িয়েছেন। আগামীতেও রাজ্য তথা দেশব্যাপী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই সংস্থার সদস্যবৃন্দ।

Advertisements

2 thoughts on “মানুষের পাশে, মানুষের জন্য বৈদ্যরা

Leave a Reply