নিউব্যারাকপুর স্টেশন থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুরের বাসিন্দারা আজ মানবিকতার এক অভিনব পরিচয়ের দৃষ্টান্ত সৃষ্টি করলেন। ঘটনাটি ঘটে বুধবার সকালে। নিউব্যারাকপুরের কিছু বাসিন্দা (AIOHRAP এবং এ্যাম্বুলেন্স পরিষেবার কয়েকজন সদস্য) মর্ণিংওয়াক করতে গিয়ে নিউব্যারাকপুর স্টেশনের উপর এক যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে। যুবককে দেখে তাদের সন্দেহ হয়, যুবককে জেরা করে তারা শুধুমাত্র এইটুকুই জানতে পারে যে, ঐ যুবকের নাম ধুনু মাল।
কিন্তু সে এখানে কেন এসেছে বা কোথায় এসেছে এবং কোথা থেকে এসেছে সে নিজেও তা বলতে পারে না। মর্নিংওয়াকে যাওয়া ঐ বাসিন্দারা যুবকের থেকে নাম্বার নিয়ে তার বাড়ির ফোন নম্বরে ফোন করতে বাড়ির লোক জানায় যে ছেলেটির বাড়ি নলহাটিতে। তারা যেন ছেলেটিকে ধরে রাখে। তার মানসিক সমস্যা আছে বাড়ির লোক যত তাড়াতাড়ি সম্ভব আসার কথা জানান। তখন এলাকার ঐ বাসিন্দারা যুবককে থানায় পৌঁছে দেয়। এদিন সন্ধ্যা সাতটার সময় ছেলেটির বাবা গোষ্ঠ মাল পরিবারের সদস্যদের সঙ্গে এসে থানা থেকে ছেলেকে বাড়ি নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায়, পরিবারটি খুবই দরিদ্র।
তাই AIOHRAP এর পক্ষ থেকে তাদের খেতে দেওয়া হয় এবং টিকিটেরও ব্যবস্থা করে দেওয়া হয়। এমনকি তাদের মোবাইল রিচার্জের জন্য অর্থও দেওয়া হয়।