মানবিক বেলদাবাসী,অসুস্থ ব্যক্তি কে হাসপাতালে ভর্তি করল কয়েকজন যুবক
HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : অসুস্থ অবস্থায় এক অজানা ব্যক্তি কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল কয়েকজন যুবক।বেলদা এলাকার দেউলির ঘটনা।দেউলি হাসপাতাল মোড় সংলগ্ন বট তলায় সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পায় পার্শ্ববর্তী এক ক্লাবের কয়েকজন যুবকরা।তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও নাম পরিচয় না পাওয়া গেলেও পকেটের একটা নং থেকে যোগাযোগ করা হয় হাসপাতাল এবং উদ্ধারকারী যুবকের পক্ষ থেকে।খবর দেওয়া হলে নারায়ণগড়ের সরগেড়িয়ে থেকে আসেন বাড়ির লোক জন।তবে বাড়ির লোক না আসা পর্যন্ত সমস্ত দায়িত্ব ওই যুবকরা নেবে বলে জানিয়েছেন তারা।এমনই এক যুব গৌতম পন্ডা জানিয়েছেন-“দেউলি মোড়ের বটতলায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখে মৃত বলে মনে হওয়ায় তাকে দেউলি হাসপাতালে ভর্তি করি।পকেটে একটা ফোন নং পেয়ে তার মেয়ের বাড়িতে খবর দেই, তারা আসছে সব।
“প্রত্যক্ষদর্শী ধনঞ্জয় মন্ডল জানিয়েছেন-” আমি প্রথমে তাকে পড়ে থাকতে দেখে আমার কয়েকজন বন্ধু কে ডেকে তাকে হাসপাতালে ভর্তি করি। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি এখনো। ঘরের লোক না আসা পর্যন্ত আমাদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি। বারবার মানবিক বেলদাবাসী। শিরোনামে বেলদার যুবক।