মানবাধিকার সংগঠন নিউ ব্যারাকপুর শাখার উদ্যোগে রক্তদান শিবির

HnExpress অলোক আচার্য, নিউ ব্যারাকপুর ঃ সর্বভারতীয় মানবাধিকার সচেতনতা ও সুরক্ষা সংগঠন নিউ ব্যারাকপুর শাখার উদ্যোগে প্রথম বর্ষ রক্তদান শিবির হলো রবিবার সকালে স্থানীয় স্টেশন রোড পূর্ব, বিডি লজের সামনে। গ্রীস্মকালীন রক্ত সংকট মোচনে ও সামাজিক দায়বদ্ধতা পালনে শিবিরের শুভ উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়, ক্রিকেট প্রশিক্ষক বিভাস দাস।
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৪১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, এর মধ্যে ৭ জন মহিলা — একথা জানালেন সংগঠনের নিউ ব্যারাকপুর শাখার সম্পাদক জয়ন্ত হালদার। রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করতে শিবিরে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ডঃ কুন্তল বিশ্বাস, কাউন্সিলিং সেলের সভাপতি রতন চক্রবর্তী, জেলা সম্পাদক সুপ্রিয় গোস্বামী, ডাঃ অরুণ হাজরা, স্থানীয় পৌরপিতা অভিজিৎ বিশ্বাস, সমাজ সেবক সুদীপ্ত ব্যানার্জীসহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা। নিউ ব্যারাকপুর ব্লকের সভাপতি রাখী দত্ত ও সঞ্চালক বনানী বসু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।