November 12, 2024

মাঝেরহাট নিয়ে সুযোগের সদ্বব্যবহার করছে বিজেপি : ব্রেকিং নিউজ

0
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : মাঝেরহাট সেতু নিয়ে শাসক পক্ষকে অস্বস্তিতে ফেলার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। সুত্রের খবর, বুধবার দুপুরে ফের এসএসকেএম হাসপাতালে দুর্ঘটনায় হতদের দেখতে যান লকেট চট্টোপাধ্যায় ও দলের মহিলা মোর্চার কিছু সক্রিয় নেত্রী।

গতকালই দুর্ঘটনার পর টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি টুইট করে বললেন যে, কলকাতাতে উড়ালপুল ভেঙ্গে পরে যে মারাত্মক দূর্ঘটনাটি ঘটেছে সেটি সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক।  এই অবস্থায় দূর্গতদের পাশে সরকারিভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি দুর্ঘটনাস্থলে গিয়ে যে কড়া মন্তব্য গতকাল করেছিলেন, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান তার নেপথ্যে কেন্দ্রের শাসকদের সায় আছে।

দুর্ঘটনার ব্যাপারে রাজ্যের শাসকদের কড়া সমালোচনা করে মন্তব্য করেছেন বিজেপি-র কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়। গতকাল সন্ধ্যার পর ঘটনাস্থলে যান বিজেপি নেতা রাহুল সিনহা। এসএসকেএমে যান লকেট চট্টোপাধ্যায়। বুধবার বেলা দুটোয় লকেট ফের আসছেন হাসপাতালে।

বর্তমান সুত্রের খবর, বিজেপি প্রচার করতে চায়, মাঝেরহাটের দুর্ঘটনার নেপথ্যে সরকারি এবং প্রশাসনিক উদাসীনতাই মূল কারণ। এই প্রচারে মন বা বাড়তি নজর দিতে আজকের প্রস্তাবিত মহামিছিল ইতিমধ্যে তারা বাতিল করে দিয়েছেন। এদিকে, মাঝেরহাট সেতু পর্যবেক্ষণে গেলেন রেল-কর্তারা। বুধবার দুপুরে পূর্ব রেলের চিফ ইঞ্জিনিয়ায়ের নেতৃত্বে একটি দল এই সমীক্ষা করেন। সঙ্গে ছিলেন রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের কিছু আধিকারিক।

Advertisements

Leave a Reply