December 10, 2024

মহালয়াতেই উদ্বোধন হতে পারে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের, পুরমন্ত্রী ঘুরে দেখলেন নির্মাণ কাজ

0
Img 20180822 Wa0045.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, দক্ষিণেশ্বর : দক্ষিণেশ্বরে স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘ দিন। বারাকপুরে গত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন দ্রুত কাজ শেষ করার জন্য, গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সামনে সংশ্লিষ্ট সবাই ঘাড় নেড়ে সম্মতি দিলেও নির্দিষ্ট সময়সীমা পার করে নয় মাস কেটে গেলেও এখনও উদ্বোধন হয়নি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের। গতকাল কামারহাটি পৌরসভার এক অনুষ্ঠান শেষে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন পুর তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

কাজ ঘুরে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে তিনি বলেন, স্কাইওয়াকের নিচের রাস্তা যেম দ্রুত তৈরি করা হয়। এই প্রসঙ্গে পুরমন্ত্রী বললেন, যে কাজ প্রায় শেষের পথে সামান্য যেটুকু বাকি আছে তাও আগামী মাসের প্রথমদিকে শেষ হয়ে যাবে। এর পরে যতক্ষণ লোড ক্যাপাসিটি না টেষ্ট হচ্ছে দিনক্ষণ ঠিক করা যাচ্ছে না উদ্বোধনের, তবে চেষ্টা করা হচ্ছে পুজোর আগেই উদ্বোধন করার।

এরপরই মন্ত্রী নির্মাণ সংস্থার একাধিক আধিকারিকের সাথে কথা বলেন। সূত্রের খবর, আগামী মহালয়ার দিন উদ্বোধনের দিনক্ষণ ঠিক করেছেন পুরমন্ত্রী।

Advertisements

Leave a Reply