November 11, 2024

মহাকাশযান ও স্যাটেলাইটের মডেল প্রদর্শনী বসিরহাট হাইস্কুলে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান মেলায় বা প্রদর্শনীতে মহাকাশযান বা স্যাটেলাইটের থার্মোকল কিংবা পিচবোর্ড দিয় মডেল তৈরি করে তুলে ধরা হত ছাত্র-ছাত্রীদের সামনে। কিন্তু এবার মানবজীবনে স্যাটেলাইটের প্রভাব তুলে ধরতে বসিরহাট হাইস্কুলে মহাকাশযান ও স্যাটেলাইটের হুবহু নকল মডেল নিয়ে আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর। হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর। মহাকাশযান জিএসএলভি এবং পিএসএলভি-র মতো গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হয়েছিল এই প্রদর্শনীতে।

আনুমানিক ৪০ টি ছোট-বড় স্যাটেলাইট ও মহাকাশযানের মডেল প্রদর্শিত হয় এখানে। পাশাপাশি মহাকাশযান তৈরি করতে প্রয়োজনীয় বিশেষ ধাতবপাতও প্রদর্শিত হয়। মহাকাশ ও স্যাটেলাইটের প্রদর্শনীর পাশাপাশি মহাকাশ গবেষণা নিয়ে তথ্যচিত্রও প্রদর্শিত হয়। যা দেখে খুশি ছাত্র-ছাত্রীরা। স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে স্যাটেলাইট। আর সেকারণেই স্যাটেলাইট ও মহাকাশযান বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ছাত্র-ছাত্রীদের জন্য।

Advertisements

Leave a Reply