মধ্যমগ্রামে ‘ব্রিজ অফ হোপ’ এর শিশু দিবস পালন
HnExpress অলোক আচার্য, মধ্যমগ্রাম : আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সুনাগরিক হয়ে সুপ্রতিষ্ঠিত হবে। গতকাল শিশু দিবসে সমাজে পিছিয়ে পড়া অসহায় শিশু কিশোরদের প্রতিভা বিকশিত হল মধ্যমগ্রাম আব্দালপুর ও ৩নং শ্রীনগর বিলিভার্স ইস্টার্ন চার্চের কলকাতা ডাইওসিস ব্রিজ অফ হোপের শিশু দিবসের অনুষ্ঠানে। স্থানীয় আব্দালপুর শিশু উদ্যানের মঞ্চে দেখা গেল অসহায় শিশুদের ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের পিছিয়ে পড়া শিশুকিশোরদের নিয়ে গঠিত হয় ব্রিজ অফ হোপ স্বেচ্ছাসেবী সংগঠন।
ব্যতিক্রমী অনুষ্ঠান হল পন্ডিত জওহরলাল নেহরুর পুণ্য জন্মদিনে ছোট ছোট শিশু কিশোররা মজাদার অনুষ্ঠান করল। আব্দালপুর এবং মধ্যমগ্রাম প্রজেক্টের ছেলেমেয়েরা নাচগান, আবৃত্তি পরিবেশন করল। পাশাপাশি বার্ষিক অনুষ্ঠানে বাচ্চাদের শিক্ষা সহায়ক সরঞ্জাম দিয়ে সহায়তাও করা হয়। হাতের কাজের পারদর্শী মহিলাদের শংসাপত্র প্রদান করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিলিভার্স ইস্টার্ন চার্চের বিশপ ড. জাস্টিন মর থমাস। মঞ্চে উপস্থিত ছিলেন জ্যোৎস্না রানী বর্ধন, রেভারেন্ড ফাদার সৌমেন পান্ডা, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপিতা প্রকাশ রাহা, রেভারেন্ড ফাদার বাবলু জানা, শিক্ষিকা দেবস্মিতা দাস ভট্টাচার্য, আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যায়তনের সহকারী শিক্ষক রঞ্জন চট্টোপাধ্যায়, সমাজকর্মী দীপঙ্কর চট্টোপাধ্যায়, তিমির কান্ত হালদার, ড. জুবিলি মুখোপাধ্যায় বিশ্বাস। বিশপ থমাস তার বক্তব্যে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। বলেন, আজকের শিশু আগামী দিনের নাগরিক। ছোট ছোট ছেলেমেয়েরা দেবদূত। তাদের সদিচ্ছা ও প্রতিভা বিকশিত হোক, সুন্দর ও সুস্থ সমাজ গঠনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্রিজ অফ হোপের নৃত্যানুষ্ঠান ও সংগীত পরিবেশনে অনুষ্ঠানটি মনোজ্ঞ হয়ে উঠেছিল।
প্রজেক্টের কোঅর্ডিনেটর তারাপদ রুইদাস সকলকে ধন্যবাদ জানান এবং প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানপর্ব শেষ হয়। এদিন এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।