মধ্যমগ্রামে বাম পুলিশে বচসা, বনধ্ ঘিরে উত্তেজনা
HnExpress অলোক আচার্য, মধ্যমগ্রাম : আজ সর্বত্র বাম ও কংগ্রেসের ডাকা ভারত বনধ চলছে। রাজ্যের শাসক দল কেন্দ্র বিরোধী এই বনধ সমর্থন করলেও রাস্তায় নেমে জোর করে সব কিছু অচল করার বিরোধিতা করছে। বাম সমর্থকরা বনধের সমর্থনে সাত সকালে রাস্তায় নামলে মধ্যমগ্রামে সামান্য উত্তেজনা দেখা দেয়। সুত্রের খবর, বাম বনধ সমর্থকরা মধ্যমগ্রাম সিপিএম পার্টি অফিস থেকে মিছিল বের করে বাদু রোড হয়ে চৌমাথা থেকে স্টেশন হয়ে মধ্যমগ্রাম সোদপুর রোডে আরতি সিনেমা হলের কাছে মিছিল এলে পুলিশ রুট ম্যাপ জানতে চায়। আগ্রাসী বনধ সমর্থকরা কটুক্তি করে এগিয়ে যায়। পুলিশ ও বাম সমর্থকদের মধ্যে একপ্রস্থ ধ্বস্তাধ্বস্তি হয়। পুলিশ কড়াহাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দশ মিনিটের মধ্যে উত্তেজনা থিতিয়ে যায়।
এই বিক্ষিপ্ত ঘটনাটি বাদ দিলে কেন্দ্র সরকারের পেট্রোপন্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবী দাওয়া নিয়ে সোমবার বাম ও কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ধর্মঘটের কোন প্রভাবই পড়লো না জেলার সদর শহর বারাসাত সহ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমা জুড়ে। এদিন সকাল থেকেই অন্যান্য দিনের মতো চলছে ট্রেন, বাস, সকল যানবাহন। দোকানপাট বাজার হাট সব খোলা। রাস্তাঘাটে আমজনতার চলাচল ছিল স্বাভাবিক।