মধ্যমগ্রামে আত্মপ্রকাশ কলম সৈনিক সাহিত্য ফোরাম
HnExpress অলোক আচার্য, মধ্যমগ্রাম ঃ মধ্যমগ্রাম বিবেকানন্দ নগরের বিবেকানন্দ কলেজ মোড়ে রবিবার বিকেলে কবি দেব দত্তের বাস ভবনে আত্মপ্রকাশ হলো ‘কলম সৈনিক সাহিত্য ফোরাম’এর। প্রদীপ প্রজ্জ্বলন করে সাহিত্য ফোরামের শুভ উদ্বোধন করেন কবি তারক দেবনাথ। ফোরামের প্রতিষ্ঠাতা কবি দেব দত্ত বলেন নতুন প্রজন্মের কবিদের নতুন করে কবি সম্মেলনে জায়গা দিতে তার জন্য এই প্ল্যাটফর্ম। আগামী কবিরা বলবেন কবি হচ্ছেন কলম সৈনিক। কবিরা কবিতা লিখে তাদের জায়গা করবে এই সাহিত্য ফোরাম এর মাধ্যমে।
বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্পাদক, কবি, লেখক বন্ধুরা ফোরামের সাথে যুক্ত হলেন এদিন। তাঁরা ঐক্যবদ্ধ ও সঙ্ঘবদ্ধ হয়ে সাহিত্য ভাবনায় আলোচনায় মত বিনিময় করবে। উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন কবি বি.কে.স্বপন, শ্যামল রায়, তাপস চৌধুরী, মেঘছায়া সরকার, অশোক চক্রবর্তী প্রমুখ।