হটাৎ ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়লো দোতালার রান্নাঘরের দেয়াল

HnExpress সুদীপ ঘোষ, নদীয়া :
নদিয়ার কৃষ্ণগর শহরের অন্তর্গত নগেন্দ্র নগর পাঠাগার মাঠের সামনে ঘটলো ভয়ঙ্কর ঘটনা। গতকাল মধ্য রাতে, প্রায় দুটোর সময় পাঠাগার মাঠের সামনে যার পরিচিত নাম চাণক্য বাড়ি নামে, সেই দুতলা বাড়ির সামনে বিশাল ভয়ঙ্কর শব্দ হয়। আর তারপরেই দেখা যাত উপরের তলার রান্না ঘরের দেয়াল হটাৎই ভেঙে পড়েছে।
প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তারা মুখে কুলুপ আটে। তবে সূত্রের খবর অনুযায়ী, জানা যায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেনি। তবে আশেপাশে অনেকের আন্দাজ অনুযায়ী জানা যায় বোম্ব ব্লাস্ট এর আওয়াজ, কিন্তু সে কথাও প্রকাশ্যে কেউ বলতে চাইনি।
অন্যদিকে পুলিশের বক্তব্যে বলা হয়, তদন্তের পরই নাকি আসল কারণ সহ দোষীদের বিষয় বিশদে জানা যাবে। তবে অনেকে আবার এই ঘটনাকে কাল্পনিক হিসাবেও আখ্যা দিচ্ছেন, তাদের ধারণা বহু পুরানো বাড়ি বলেই হয়েত ভেঙ্গে পড়েছে। আর ভয়ঙ্কর শব্দ শুনে মনে করা হচ্ছে যে বোম ব্লাস্ট করা হয়েছে। তবে পুলিশ ঘটনার সরজমিনে তদন্ত শুরু করেছে। এখন শুধু অপেক্ষা ঘটনার সত্যতা প্রকাশের আশায়।