ভ্রাম্যমান বাসে বিজ্ঞান প্রদর্শনী

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : খাকুড়দা বিজ্ঞান-প্রযুক্তি মিলন মঞ্চের উদ্যোগে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম থেকে আগত একটি ভ্রাম্যমাণ বাসের মধ্যেই বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়েছে।সোমবার ও মঙ্গলবার এই বাসটি থাকবে বড় মোহনপুর হাই স্কুলে।দু দিনের এই কর্মসূচিতে সহযোগিতা করছে ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা ও বড় মোহনপুর হাই স্কুল।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইটিএম কর্তৃপক্ষ তপন কুমার মুর্দুনি,বেলদা বিজ্ঞান কেন্দ্রীয় সভাপতি সুজিত ঘোষ,বড় মোহনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অতনু দাস, বেসিক কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর মিশ্র,খাকুরদা বিজ্ঞান মঞ্চের সভাপতি ধীরেন্দ্রনাথ দে,রনজিৎ পাল,প্রমূখ।দু দিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৬ টি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।জামা নেই বাসের মধ্যে বিজ্ঞান মডেল প্রদর্শনীর পাশাপাশি রয়েছে বিজ্ঞান বিষয়ক ফিলম শো ও হাতে কলমে বিজ্ঞান শিক্ষা।সাধারণ গ্রাম্য স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভাবনার উদ্ভবের কারণ এর এই উদ্যোগ।বিভিন্ন রকম অডিও ভিজুয়াল বিজ্ঞান মডেল সহযোগী এই বাসের মাধ্যমে গ্রাম্য ছাত্রছাত্রীরা জানতে পারবে বিজ্ঞানের নানা দিক।

সংস্থার শিক্ষা সহকারি অমিত ছুতার জানিয়েছেন-“আমাদের এই সংস্থা কুড়ি বছরের অধিক ধরে গ্রামের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করার জন্য উদ্যোগী।লক্ষ্য রয়েছে প্রত্যেকটি ব্লকের বিভিন্ন স্কুলে এই ধরনের শিবির করা।তবে গ্রামের ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রসারে এই ধরনের উদ্যোগ।”সংস্থার সহসভাপতি সুশান্ত কুমার দাস অধিকারী জানিয়েছেন-“এলাকায় ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করার জন্য এবং বিভিন্ন কুসংস্কার থেকে দূরে রাখার জন্য বহু বছর ধরে এই ধরনের কর্মসূচি।

আজ সরকারি উদ্যোগে বিড়লা মিউজিয়াম এর সহযোগিতায় বিজ্ঞান শিক্ষণ ও মডেল প্রদর্শনী ছাত্রছাত্রীদের মধ্যে।”বিভিন্ন অংকের উপরে বিভিন্ন প্রদর্শনী বিজ্ঞান মডেল প্রদর্শন এবং বিজ্ঞানের নানা কি উপলব্ধি করে খুশি ৬ স্কুলের সহস্রাধিক ছাত্র ছাত্রী।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: