ভোট গননা কেন্দ্রেই মৃত্যু হল কংগ্রেসের জেলা সভাপতির
HnExpress রূপা বিশ্বাস ঃ গতকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে মৃত্যু হল মধ্যপ্রদেশের সিহোর জেলার কংগ্রেস জেলা সভাপতি রতন সিং ঠাকুরের। সূত্রের খবর অনুসারে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ঘটে তাঁর। বিশেষ সুত্রে পাওয়া তথ্য অনুসারে, গতকাল সকাল থেকেই মধ্যপ্রদেশের সিহোর জেলার ভোট গননা কেন্দ্রে উপস্হিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি রতন সিং ঠাকুর।
গণনা চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অনুভব করা অবস্হাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই মৃত্যুর শীতল কোলে ঢলে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা পরীক্ষা করে জানান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রতন সিং ঠাকুরের।