ভাটপাড়া ভোট গ্রহণ কেন্দ্রে দুষ্কৃতিদের হামলা

0

HnExpress রূপা বিশ্বাস ও সমীর দাস, ভাটপাড়া ঃ ভাটপাড়া ভোট গ্রহণ কেন্দ্রে গোলাগুলি সহ বোমাবাজি চালাল কিছু বহিরাগত দুষ্কৃতি। এদিন তুমুল গোলা গুলিতে আহত হয় এক যুবক। তাকে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তারপর ঘটনাস্থলের দুটো গাড়িতে আগুন লাগানো হয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপরই আক্রমণ করা হয় সংবাদ সংগ্রহ করতে আসা বেশ কিছু সাংবাদিকদের উপরেও। তবে তাঁরা নিজেদের আত্মরক্ষার জন্য জগদ্দল থানার সামনে এক জায়গায় কোনো মতে আশ্রয় নেয়। সুত্রের খবর এলাকার স্থানীয় মানুষেরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে।

এর পাশাপাশি ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন তারা। পুলিশকে একাধিক বার ফোন করার পরে ঘটনাস্থলে সিআরপি এর জওয়ানদের পাঠানো হয়। এখনো বেশ কড়া পাহারায় আছে ভাটপাড়া এলাকা।

Leave a Reply

%d bloggers like this: