November 14, 2024

ভোটের দামামা বাজতে না বাজতেই উত্তর ২৪ পরগণা জেলায় সুসমাপ্ত হল জেলা শাসকের সাংবাদিক সম্মেলন

0
Advertisements

HnExpress পাভেল রহমান, বারাসাত ঃ সপ্তদশ লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই উত্তর চব্বিশ পরগনার নির্বাচনী আধিকারিক দের মধ্যে শুরু হয়ে গেল সাজ সাজ রব। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক অন্তরা আচার্য সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান যে, উল্লেখযোগ্য ভাবে এবার বিভিন্ন প্রযুক্তিগত ব্যাবস্থা গ্রহণ করা হলেও সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় হলো বসিরহাট মহকুমা জুড়ে পি-২ তে ভোটকর্মীদের নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হতে হবে ভোট গ্রহণের দিনের দুদিন আগেই। ১৯ তারিখ ভোট হওয়ায় ১৭ তারিখ ভোটকর্মীদের পৌঁছতে হবে তাদের।বিশেষ উল্লেখ্য এই ব্যবস্থা এর আগে সুন্দরবন অধ্যুষিত অঞ্চলে তা লাগু ছিল।

অন্য সব জায়গার মতো উত্তর চব্বিশ পরগণা জেলাতেও জারি হল মডেল কোড অফ কন্ডাক্ট। প্রসঙ্গত, বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট হবে ৬ই মে।দমদম বারাসাত ও বসিরহাট এর ভোট গ্রহণ হবে ১৯শে মে। এবারের ভোটে নতুন কিছু অ্যাপ তথা মোবাইল এপ্লিকেশন চালু করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঃ c vigil, voter helpline app, pwd app ও suvidha candidate app, এছাড়াও থাকছে টোল ফ্রী নম্বর ১৯৫০, এতে ডায়াল করেও সরাসরি তথ্য দেওয়া বা অভিযোগ দেওয়া যেতে পারে।

তথাপি c vigil app এর মাধ্যমে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করা হলে সেই তথ্য নির্বাচনী আধিকারিকদের কাছে জানালে ১০০ মিনিট এর মধ্যে সেই সমস্যা সমাধান করা হবে। সবমিলিয়ে এখন নির্বাচন সুসম্পন্ন করতেই নির্বাচনী আধিকারিকদের পাখির চোখ।

Advertisements

Leave a Reply